ksrm

খেলার সময়জহুর আহমেদ স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ লঙ্কান দর্শকরা

খেলার সময় ডেস্ক

fb tw
সাগরিকায় খেলা দেখে মুগ্ধ শ্রীলঙ্কান দর্শকরা। বন্দরনগরীতে চাকরির সুবাদে খেলা দেখতে মাঠে এসেছিলেন তারা। নিজ দেশের ভেন্যুর সঙ্গে তুলনা করে, মানের দিক থেকে কোনো অংশেই সাগরিকাকে কম নয় বলছেন তারা।
তবে দেশি দর্শকদের দাবি, ঢাকার মতো একই হারে ম্যাচ আয়োজন করা হোক চট্টগ্রামেও।
খেলা দেখতে সাগরিকায় লঙ্কান পরিবার। তিন প্রজন্ম একসঙ্গে বসবাস করেন চট্টগ্রামে। টিম লঙ্কার আসার খবরে উদ্বেলিত তারা। সময় করে ছুটির দিনে এসেছেন খেলা দেখতে। দলের প্রতি জানিয়েছেন শুভকামনা। সেইসঙ্গে ব্যক্ত করেছেন সাগরিকায় খেলা দেখার অনুভূতিও।
'খুব ভালো লাগছে। আমরা খেলা দেখার অপেক্ষায় ছিলাম। আশা করছি আমরা জিততে পারবো।' বলছিলেন শ্রীলঙ্কান পরিবারের এক নারী সদস্য।
পরিবারের এক ছেলে বলেন, 'আমরা গর্বিত যে, শ্রীলঙ্কা দল এখানে খেলছে। আমাদের পুরো পরিবার ক্রিকেটের খুব ভক্ত। সুযোগটা তাই মিস করিনি।'
জানা গেছে, দুই থেকে তিনশ' শ্রীলঙ্কা বসবাস করেন চট্টগ্রামে। অনেককে দেখাও গেছে। ঢাকায় ওয়ানডে ম্যাচেও এতো লঙ্কানকে মাঠে দেখা যায়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ তারা।
শ্রীলঙ্কার এক সমর্থক বলেন, 'এখানকার সুযোগ-সুবিধা দারুণ। পরিবেশও ভালো। আমাদের দেশের ভেন্যুগুলোর মতোই প্রায়।'
বিদেশী দর্শকদের মন কাড়লেও বাংলাদেশিদের আছে কিছু চাওয়া। ঢাকার মতো চট্টগ্রামেও সমান ম্যাচ আয়োজনের দাবি তাদের।
মূল শহর থেকে একটু দূরে মনোরম পরিবেশে দারুণ এক স্টেডিয়াম। সাগরিকা নজর কেড়েছে শ্রীলঙ্কান দর্শকদেরও। তারা বলছেন তাদের দেশের ভেন্যুগুলোর চেয়ে কোনো অংশে কম নয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আর বাংলাদেশি দর্শকদের চাওয়া, এখানে আয়োজন করা হোক বেশি বেশি ম্যাচ।

আরও সংবাদ

বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
বিশ্বকাপ সংবাদ
Latest News
আপনিও লিখুন
ছবি ভিডিও টিভি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop