পশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গের ২০ জেলার পঞ্চায়েত নিবার্চনের তফসিল ঘোষণা
ওয়েব ডেস্ক

পশ্চিমবঙ্গের ২০ জেলার পঞ্চায়েত নিবার্চনের তফসিল ঘোষণা করা হয়েছে। এবার তিন দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পহেলা মে প্রথম দফায় ভোট হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মোদিনীপুরে।
এছাড়া, তেসরা মে দ্বিতীয় দফায় নির্বাচন হবে মুর্শিদাবাদ ও বীরভূমে। ৫ই মে তৃতীয় দফায় নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৯ই এপ্রিল। এবার ভোটগ্রহণ করা হবে ৭৮ হাজার ৮শ কেন্দ্রে। ভোটার সংখ্যা ৫ কোটি ৪ লাখ। প্রতিটি ধাপের ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হবে ৮ মে।