বাণিজ্য সময়শিক্ষার মান উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ১ কোটি ডলারের ঋণের চুক্তি
বাণিজ্য সময় ডেস্ক
মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে বিশ্বব্যাংকের সাথে ৫১ কোটি ডলারের ঋণ ও ১ কোটি ডলারের সহায়তা চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।
সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার সই করেন। ৬ বছর গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছর মেয়াদী এই ঋণের ওপর বার্ষিক দশমিক সাত পাঁচ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।