বাংলার সময়ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দোকানে, ২ শিশু নিহত
সঞ্জয় কর্মকার অভিজিৎ

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাস দোকানে ঢুকে পড়লে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
রোববার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে কালকিনির উপজেলার ডাসার থানাধীন কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কর্ণপাড়া এলাকার এমারাত তালুকদারের মেয়ে ইমা আক্তার (১১) এবং এলাকার রুহুল শরীফের মেয়ে সুর্বণা আক্তার (৯)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, বরিশাল থেকে শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা-বরিশালের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রনে হারিয়ে একটি দোকনের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে দোকানে থাকা সুর্বণা মারা যায়। এ সময় আহত ইমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কের দুইপাশে দীর্ঘ দুই কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পরে পুলিশ এসে বিকেলে ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।