ভোটের হাওয়াব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত ৩ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে
সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বুধবার (০৯ জানুয়ারি) সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই ৩টি কেন্দ্র বাদে বিএনপি প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮২ হাজার ৭শ ২৩ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন পেয়েছেন ৭২ হাজার ৫শ ৬৪ ভোট। অর্থাৎ প্রায় ১০ হাজার ১শ ৬৯ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী। ৩ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১০ হাজার ৫শ ৭৪ জন। এদিকে নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে কাজ করছে ৫ শতাধিক পুলিশ ও ৩ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাব সদস্যরা