খেলার সময় সেন্ট লুসিয়ার টেস্টে চালকের আসনে ইংল্যান্ড

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অতিথিরা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪২ রানে এগিয়ে আছে তারা। ইংলিশদের ২৭৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৫৪ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৯ রান করেছে ইংল্যান্ড।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে গতকাল ছিলো বোলারদের দিন। এক দিনেই ১৬ উইকেটের পতন দেখেছে দর্শকরা। দিনের শুরুতে ক্যারিবীয় পেসারদের দাপটে নাস্তানাবুদ হয় ইংলিশ ব্যাটসম্যানরা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান বেন স্টোকস এবং জস বাটলার আগাতে পারেননি বেশি দূর। গ্যাব্রিয়েল, রোচ এবং জোসেফের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পরেন তারা। ২৩১ থেকে মাত্র ৪৬ রান যোগ করতেই শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস।
জবাব দিতে নেমে একই দশা স্বাগতিকদেরও। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক ক্যাম্পবেল ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। মার্ক উডের বোলিং তোপে সিরিজে প্রথমবারের মতো নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করে থ্রি লায়নরা। প্রথম ইনিংসে ১৫৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে দিনের শেষ ভাগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ১৯ রান করে ইংল্যান্ড।