মহানগর সময় ডাকসু নির্বাচন প্রসঙ্গে যা বললেন নজরুল ইসলাম খান

ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নজরুল ইসলাম খান আরো বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই হবে কিনা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নজরুল ইসলাম খান বলেন, ‘ডাকসু নির্বাচন যেন জাতীয় ও অন্যান্য নির্বাচনের মতো না হয়, এটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের পক্ষে নিয়োজিত। ফলে দুশ্চিন্তার কারণ আছে।’