অন্যান্য সময়দুঃস্বপ্নের ছবি তোলেন যিনি
সময় সংবাদ

স্বপ্ন দেখতে দেখতে অনেকে জেগে উঠে চলাফেরা শুরু করেন, কিন্তু তখনো তার শরীর ঘুমের মধ্যে থাকলে, জেগে উঠলেও তিনি স্বপ্ন দেখতে থাকেন। তখন মানুষ ভীত হয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করে। অবাস্তব সব জিনিস দেখে যেগুলো কখনও তার কল্পনাতেও আসেনি। নিউইয়র্কের একজন চিত্রশিল্পী নিকোলাস ব্রুনো তার দেখা এরকম দুঃস্বপ্নগুলোর ওপর ভিত্তি করে পরাবাস্তব এবং কাল্পনিক ছবি তোলেন।
বিবিসির এক ভিডিও সাক্ষাতকারে ব্রুনো বলেন, মানুষ তার নিজের দুঃস্বপ্নের নির্যাতনের শিকার হতে পারে।
তিনি জানান, তিনি একটি ধর্মীয় ও অলৌকিক বিষয়ে বিশ্বাসী পরিবারে বড় হয়েছেন। তার চিন্তা ছিল অলৌকিক কিছু ঘটতেও পারে।
তার বয়স ছয় বা সাত যখন ছিল তখন তিনি প্রথম এরূপ দুঃস্বপ্নের শিকার হন। তিনি দেখেন তার বাসার ভেতর ভয়ানক কিছু একটা হাঁটছে। তার বয়স যখন ১৫ তখন তিনি প্রতিদিন এরকম ঘটনার ভেতর দিয়ে যেতে লাগলেন।
তার পরিবারকে জানানোর পর তারা ভাবলো কোন শয়তান আত্মা ব্রুনোর পেছনে লেগেছে।
ব্রুনো বলেন, তিনি তার ছবি দিয়ে সেসব মানুষের কাছে পৌঁছাতে চান যারা এ ধরনের কোন অভিজ্ঞতার কথা কোথাও বলতে পারেননি।
সূত্র: বিবিসি