অন্যান্য সময়প্রতিদিন যে কয়েক লাখ জীবাণুর সঙ্গে আমাদের বসবাস
সময় সংবাদ

বিজ্ঞানীরা সম্প্রতি ২ লাখ প্রজাতির ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়, ব্যাকটেরিয়া এবং ছত্রাক খুঁজে পেয়েছেন, যেগুলো বাতাস, ধুলা, এমনটি কলের পানিতেও ছড়িয়ে রয়েছে।
আমাদের ঘরবাড়িতে থাকা লাখ লাখ জীবাণুর মাঝে মাত্র শখানেক জীবাণু আছে যগুলো আমাদের অসুস্থ করতে পারে, আবার কিছু কিছু জীবাণু আমাদের উপকারেও আসে।
আমরা গোসল করার জন্য যে শাওয়ার হেড ব্যবহার করি তার ভেতর জীবাণুরা আস্তানা গেড়ে বসে। শাওয়ার হেডের ভেতর কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র জীব মিলে একটি আকৃতি ধারণ করে। যাতে এরা নিজেদেরকে পানির আঘাত থেকে রক্ষা করতে পারে। তবে এর মাঝে কিছু জীবাণু শাওয়ার থেকে বের হয়ে আমাদের গায়েও আঘাত করে। বিজ্ঞানীরা মূলত সেগুলো নিয়েই আগ্রহী বেশি।
এই জীবাণুগুলো মূলত পরিস্কার পানি ব্যবহার করে উর্বর হয়ে ওঠে। এগুলোর কারণে মানুষের ফুসফুসে সংক্রমণ হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
শাওয়ার হেডের ভেতরে থাকা আরেকটি মাইকোব্যাকটেরিয়াম আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামের রাসায়নিক বাড়িয়ে দেয় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।
এরূপ আরও কয়েক লাখ ধরণের জীবাণু আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে বসবাস করছে।
সূত্র: বিবিসি