বাণিজ্য সময়আজ পাস হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট
সময় সংবাদ
আজ রোববার (৩০ জুন) জাতীয় সংসদে পাস হবে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১শ' ৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট।
সকাল ১০ টায় শুরু হয়েছে সংসদ অধিবেশন। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পাশ হচ্ছে আজ।
আগামী পহেলা জুলাই থেকে থেকে কার্যকর হবে এ বাজেট। এ বাজেট চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮ শতাংশ বড়। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।
তবে তীব্র সমালোচনার মাঝেও সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব বহাল রয়েছে এখনো।
গত ১৩ জুন বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।