বাণিজ্য সময়মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় দাম বেশি
সময় সংবাদ

ইলিশের ভরা মৌসুম। কিন্তু সরবরাহ কম। রূপালি এই মাছের দাম কমতির দিকে হলেও মৌসুম বিবেচনায় বেশি। কারণ হিসেবে রাজধানীর সোয়ারীঘাট মাছ বাজারের আড়ৎদাররা জানালেন, সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর নদীর মাছ কমে যাওয়ার কথা। বাজারে নেই কোনো সাগরের মাছও।
আড়ৎদার, পাইকার ও খুচরা ক্রেতাদের সমাগমে সরগরম রাজধানীর অন্যতম বড় পাইকারি মাছের বাজার সোয়ারীঘাট।
ভরা মৌসুম হওয়ায় অনেকেই ভিড় করছেন ইলিশ কিনতে। দেড় কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকায়, ১ কেজি ওজনের প্রতিটি ১১০০ থেকে ১৩০০ আর ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের দাম পড়ছে ৮০০ থেকে ৯০০ টাকা। ক্রেতা-বিক্রেতারা বলছেন, মৌসুম হিসেবে ইলিশের দাম তুলনামূলক বেশি।
একজন বিক্রেতা বলেন, এক কেজি ওজনের মাছ ১৩০০ টাকা কেজি। ৬০০ গ্রাম হলে ১০০০ টাকা। যেটা বিক্রি করতাম ১৬০০ থেকে ১৭০০ টাকায় সেটা বিক্রি অচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়।
এই বাজারে পাইকারি দরে প্রতি কেজি রুই ২০০ থেকে ২২০, কাতল ১৭০ থেকে ১৮০, সিলভার কাপ ১৫০, কই-পাঙ্গাস ১৩০, শিং ৪০০, চিংড়ি ৫০০, বাটা মাছ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। পাইকাররা জানালেন, শুক্রবার হওয়ায় অন্য দিনের তুলনায় দাম একটু বেশি।
সাগরে মাছ ধরার ওপর চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তাই ফাঁকা পড়ে আছে সামুদ্রিক মাছের আড়ৎগুলো।
বাজারে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ পর্যাপ্ত হতে আরও সপ্তাহ দুয়েক লাগবে বলে মনে করেন মাছ ব্যবসায়ীরা।