মহানগর সময়‘বিএনপি তলে তলে ষড়যন্ত্র করছে’
সময় সংবাদ

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অপপ্রচারের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কর্মীসভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারকে কোণঠাসা করতে বিরোধীরা দেশে বিদেশে ষড়যন্ত্র ছড়াচ্ছে। সন্ত্রাস ও স্বাধীনতা বিরোধীদের দলে জায়গা দেয়া হবে না। দেশে গণতন্ত্রের কোনো সংকট নেই বরং বিএনপিতে সংকট রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, প্রতিপক্ষরা দৃশ্যপটে যতই দুর্বল হোক, তলে তলে তারা ষড়যন্ত্র করছে। সরকারকে কোনঠাসা করতে, সরকারকে বিপদে ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে কিন্তু বিএনপি গণতন্ত্র সঙ্কটে আছে। দেশে গণতন্ত্রের কোনো সঙ্কট নেই।