বাংলার সময়যশোরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪
সময় সংবাদ
যশোরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় স্বর্ণালঙ্কার ও টাকা জব্দ করা হয়।
শনিবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী জানান, ২৭ জুন শহরের প্রিয়াঙ্গন জুয়েলার্সে ডাকাতি করে ৪৮ ভরি স্বর্ণালঙ্কার ও লুটে নেয়া হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন জুয়েলার্সের মালিক।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ১১ জুলাই চট্টগ্রামে বহদ্দারহাট এলাকা থেকে আব্দুর রকিম বাদশা নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সোহেল, উজ্জল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। এসময় সোহেলের বাড়ি থেকে দেড় লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।