আন্তর্জাতিক সময়বিনোদন পার্কের রাইড ভেঙে নিহত ২, আহত ২৭
সময় সংবাদ

ভারতের গুজরাটে একটি বিনোদন পার্কের রাইড ভেঙে ২ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
রোববার (১৪ জুলাই) আহমেদাবাদ শহরের কনকরিয়া অ্যাডভেঞ্চার পার্কে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ৩০জন দর্শনার্থী নিয়ে চালু করার কিছুক্ষণ পরই হঠাৎ মূল পাইপটি বিচ্ছিন্ন হয়ে গেলে রাইডটি ভেঙে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কোরে হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এরইমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।