আন্তর্জাতিক সময়চারতলা ভবন ধসে নিহত ২, আটকা পড়েছে ৫০
সময় সংবাদ

ভারতে মুম্বাইয়ে চারতল একটি ভবন ধসে ২ জন নিহত হয়েছেন। ওই ভবনের মধ্যে ৫০ জন আটকা পড়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) মুম্বাইয়ের ডংরি এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দাবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ডংরির ট্যান্ডেল স্ট্রিটে ভেঙে পড়ে চারতলা ওই ভবন।
ভবনের নিচে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আটকা পড়েছেন আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।
স্থানীয় প্রশাসন জানিয়েছেন, যে ভবনটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি বেশ সরু গলির ভেতরে। এজন্য উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খেতে হচ্ছে।
ভবনের মধ্যে আটকে পড়াদের জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েক সপ্তাহের বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ভবনটি দেবে গেছে বলে ধারণা করা হচ্ছে।