খেলার সময়তাইজুল ও বিজয়কে দলে নেওয়ার ব্যাখা দিলেন নান্নু
সময় সংবাদ

শ্রীলঙ্কা সফরে স্কোয়াডে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। তবে, তাদেরকে কেন স্কোয়াডে নেওয়া হয়েছে তার ব্যাখা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল ইসলাম নান্নু।
সাকিব আল হাসান ও লিটন দাসকে এই সফরে পাচ্ছে না বাংলাদেশ। পবিত্র হজ পালনের জন্য আগে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে বিয়ের জন্য ছুটি নিয়েছেন লিটন দাস। লঙ্কান সফরে এই দুজনের সার্ভিস পাবে না টাইগার বাহিনী। এই দু'জন না থাকায় দলে ডাক পেয়েছেন তাইজুল, বিজয়।
এছাড়াও ঘরোয়া ক্রিকেটের পারফম্যান্স তাদের আবারও দলে ফিরতে সাহায্য করেছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক।
তিনি জানান, সাকিব ও লিটন দলের সঙ্গে শ্রীলঙ্কা যাচ্ছে না। তাই আমরা বিজয় ও তাইজুলকে নিয়েছি। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো করছে বিজয়। এছাড়া সাকিবের জায়গায় আমাদের একজন বাঁ-হাতি স্পিনার প্রয়োজন, সেজন্য তাইজুলকে নেয়া হয়েছে।