বাংলার সময়অবশেষে মুক্তি পেলেন আজমত আলী
সময় সংবাদ

রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার ১০ বছর কারাবাসের পর মুক্তি পেলেন জামালপুরের আজমত আলী মাস্টার। হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশে মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ১৯৮৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে একটি হত্যা মামলায় ১৯৮৯ সালে জেলা দায়রা জজ আদালত আজমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের পাশাপাশি রাষ্ট্রপতির কাছে আপিল করেন তিনি।
২০০৯ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান তিনি। আইনী জটিলতায় কয়েক দিন পরই আদালতের নির্দেশে আবারো গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় তাকে। পরে আবারো সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। আপিল বিভাগের নির্দেশে আজ তাকে মুক্তি দেয়া হয়।