মহানগর সময়নকশা বহির্ভূত ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দিল সিডিএ
সময় সংবাদ

চট্টগ্রামে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় একটি ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দিয়েছে সিডিএ।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নগরীর ষোলশহর হিলিভিউ এলাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সিডিএ জানায়, ৫৯৪ ফিটের অনুমতি নিয়ে প্রায় এক হাজার ফিট ভূমি নিয়ে ভবন নির্মাণ করা হয়। ফলে ভবনটির ৩০৬ ফিট অবৈধ বাড়তি অংশ ভেঙ্গে দেয়া হয়। এসময় বাধা দেয়ার অভিযোগে ভবন মালিককে আটক করা হয়।