মহানগর সময়মশক নিধন অভিযান চালাতে জেলা প্রশাসকদের নির্দেশ
সময় সংবাদ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ২৫-৩১ জুলাই সারা দেশে মশক নিধন অভিযান চালাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম। এছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের দাবিতে পৌরসভা কর্মচারীদের আন্দোলন অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনো পৌরসভা নিজেদের ব্যয় নির্বাহ করতে না পারলে বন্ধ করে দেয়া হবে।
বুধবার (১৭ জুলাই) সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশন এ কাজে যেসব কেমিক্যাল ব্যবহার করছে তাতে কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।