বাংলার সময়মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫টি বসতঘর ভস্মীভূত
সময় সংবাদ

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে পুড়ে গেছে ৫টি বসতঘর। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিণ পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, মোহাম্মদ ইয়াছিন হাওলাদারের বসতঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
পাশাপাশি ঘরের ভেতরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।