বাংলার সময়গোপালগঞ্জে সানলাইফ ইন্সুরেন্স’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
সময় সংবাদ

গোপালগঞ্জে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (১৯ জুলাই) শহরের কেকানীয়া-বিজয়পাশা সড়কে এ মানববন্ধন হয়। এতে ভুক্তভোগী শতাধিক বীমা গ্রাহক অংশ নেন। তাদের অভিযোগ, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি গোপালগঞ্জ আঞ্চলিক শাখায় বিভিন্ন মেয়াদী বীমা অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা দেয়া হয়। মেয়াদ শেষে বীমার টাকা ফেরত পেতে আবেদন করা হলেও তা দিতে তালবাহানা করছে সংশ্লিষ্টরা।
এ অবস্থায় জমাকৃত টাকা ফেরত ও প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা চান ভুক্তভোগীরা।