বাংলার সময়মোংলায় নৌযান শ্রমিকদের বিক্ষোভ
সময় সংবাদ

সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ ১১ দাবিতে মোংলায় বিক্ষোভ করেছে নৌযান শ্রমিকরা। শনিবার ( ২০ জুলাই) বিকেলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সংগঠনটির মোংলা কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌরসভার সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে ঘোষণা করা হয়, আগামী ২৩ জুলাইয়ের মধ্যে তাদের ১১ দফা দাবি না মানা হলে পরের দিন থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।
এর আগে ১১ দফা দাবি আদায়ে লক্ষ্যে চলতি বছরের ১৫ এপ্রিল দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা। পরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপে পরবর্তী ৪৫ দিনের মধ্যে মালিক- শ্রমিক বসে সমাধানের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। কিন্তু এরপর নৌযান মালিকরা শ্রমিকদের দাবি নিয়ে বিভিন্ন বাহানা করে সময় ক্ষেপণ করছেন এমন দাবি করে আবারও কর্মবিরতির ঘোষণা দেন নৌযান ফেডারেশনের সদস্যরা।