বাংলার সময়স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা, অভিযুক্ত পিয়াস গ্রেফতার
সময় সংবাদ

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব-১৪ জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি পিয়াসের অবস্থান নিশ্চিত হয় তারা। পরে চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। গত ১৭ জুলাই পাকুন্দিয়ায় ৯ম শ্রেণির ছাত্রী স্মৃতিকে গণধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পরদিন পাকুন্দিয়া থানায় পিয়াসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা।