বাংলার সময়ঈদে ফেরিঘাটে সংকট হতে পারে: নৌ প্রতিমন্ত্রী
সময় সংবাদ
বন্যায় নদীতে পানি বাড়ায় এবারের ঈদে ফেরিঘাটে সংকট হতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার (২১ জুলাই) সকালে ঈদুল আজহায় নৌপথ ব্যবস্থাপনা নিয়ে সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় এখনই ফেরি চলতে হিমশিম খেতে হচ্ছে। ঈদের সময় এ পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলেও শঙ্কা করেন তিনি। এছাড়া গরু বোঝাই বিভিন্ন ট্রলার যাতে নির্বিঘ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি দেয়ার আহবান জানান প্রতিমন্ত্রী।