বাংলার সময়রিফাত হত্যার সুষ্ঠু বিচার দাবিতে দিনাজপুরে মানববন্ধন
সময় সংবাদ

বরগুনার আলোচিত রিফাত হত্যার প্রধান সাক্ষী মিন্নির নিরাপত্তা ও রিফাত হত্যা মামলার প্রভাবমুক্ত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে দিনাজপুর হিউম্যান রাইটস ল ইয়ারস ফোরাম ও জেলা মহিলা পরিষদ।
সোমবার (২২ জুলাই) সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালীন হিউম্যান রাইটস ল ইয়ারস ফোরাম এর সভাপতি এড, মাজহারুলর ইসলাম, সিনিযর আইনজীবী আশফাক আহমেদ বক্তব্য রাখেন। এসময় তারা আয়শা সিদ্দিকা মিন্নির নিরাপত্তা বিধান এবং রিফাত হত্যা মামলার প্রভামুক্ত তদন্তের দাবি জানান।