বাংলার সময়টাঙ্গাইলে ছেলেধরা সন্দেহে শ্রমিককে মারপিটকারীদের শাস্তি দাবি
সময় সংবাদ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি এলাকার ভ্যান শ্রমিককে ছেলেধরা সন্দেহে অমানবিক নির্যাতন করে গণপিটুনি দেয়ায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীরা।
সোমবার (২২ জুলাই) দুপুরে ভূঞাপুর তারাকান্দি সড়কের টেপিবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসীরা।
এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, ভূঞাপুর উপজেলায় ভয়াবহ বন্যা এবং ভূঞাপুর তারাকান্দি সড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে যায় আহত ভ্যান চালক মনু মিয়া। জীবিকার তাগিদে পরিবারের একমাত্র উপার্জনকারী বন্যার পানিতে মাছ মেরে বিক্রি করে পরিবারের আহার সংগ্রহের সিদ্ধান্ত নেয়। তাই কিছু টাকা ধার দেনা করে কালিহাতি উপজেলার সয়া হাটে যায় জাল কিনতে। ওখানে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয় ভ্যান চালক মিনু মিয়া।
স্থানীয় কিছু বখাটে তাকে ছেলেধরা সন্দেহে অমানষিক নির্যাতন করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয় এলাকাবাসীর।