বাংলার সময়শরিয়তপুরে ইয়াবাসহ যুবক আটক
সময় সংবাদ

শরিয়তপুরে ৪শ’ পিচ ইয়াবাসহ সুমন মাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-০৮। একই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় শরিয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজার থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার মৃত শামসুল হক মালের ছেলে।
র্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শরিয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে অভিযান চালায় র্যাব-০৮’এর মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় সুমন মালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪শ’ পিচ ইয়াবা উদ্ধার ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
এদিকে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের পর নড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।