খেলার সময়উল্লাপাড়ায় গাছের চারা বিতরণ
সময় সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্ধন গাছা গ্রামে পরিবর্তন সংগঠনের উদ্যোগে থেকে ৭৪০টি চারা গাছ বিতরণ করা হয়েছে।
'দাদা,চাচা,ভাই গাছ লাগান সবাই, সামর্থ্য যাদের নেই তাদের ভয় নেই,পরিবর্তনের হাত ধরে চলুন এগিয়ে যায়। '
এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে বর্ধন গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজিক সংগঠন পরিবর্তন বৃক্ষ বিতরণ অভিযানের উদ্বোধন করেন ৫নং মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বর্ধন গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, সহকারী শিক্ষক, বুয়েটের কেমিকৌশল মোহাম্মদ আলী সহ স্থানীয়রা। এ বৃক্ষ অভিযানে ৫ নং লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ৪টি পাড়ার ৭৪০ টি পরিবারের মাঝে ১৭ টি প্রজাতির ৭৪০ টি ফলজ চারা গাছ লটারির বিতরণ করা করা হয়েছে।
এ বৃক্ষ অভিযানের আয়োজকরা জানান, হারিয়ে যাওয়া পাখিদের ফিরিয়ে আনা এবং পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্যই এমন ভিন্নধর্মী উদ্যোগ।