শিক্ষা সময়ঢাবি’র ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি
সময় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আবেদনকারীদের আগামী ২৫ আগস্ট রোববার ব্যাংকিং সময়ের মধ্যে নিবন্ধনের ফি জমা দিতে হবে এবং আগামী ২৭ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বুধবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয় http://convocation.du.ac.bd ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানা যাবে।
এছাড়া সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরমটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩০৯ নম্বর কক্ষে এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটবৃন্দকে স্ব স্ব কলেজে জমা দিতে হবে।