খেলার সময়বৃষ্টির পর প্রথম বলেই আউট সাকিব
সময় সংবাদ

বৃষ্টি থেমেছে চট্টগ্রামে। মাঠে গড়েয়েছে শেষ দিনের খেলা। বাংলাদেশের জেতার সম্ভাবনা নাই। ড্র করতে হলে টিকতে হবে ১৮.২ ওভার। কিন্তু প্রথম বলেই সাকিব আল হাসানকে ফিরিয়ে দিয়েছেন জহির খান। আর এতে করে বাংলাদেশের হারের সম্ভাবনা আরো জোরালো হলো। সৌম্য সরকারকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১৪৩/৭ (৪৬.৫ ওভার) (সৌম্য ২*, মিরাজ ০*)
আফগানিস্তান (প্রথম ইনিংস)- ৩৪২/১০ (১১৭ ওভার) (রহমত-১০২, আফগান-৯২; তাইজুল-৪/১১৬, নাঈম-২/৪৩
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২০৫/১০ (৭০.৫ ওভার) (মোসাদ্দেক- ৪৮*, মমিনুল-৫২; রশিদ-৫/৫৫, নবি-৩/৫৬)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২০৫/১০ (৭০.৫ ওভার) (মোসাদ্দেক- ৪৮*, মমিনুল-৫২; রশিদ-৫/৫৫, নবি-৩/৫৬)
আফগানিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২৬০/১০ (৯০.১ ওভার) (আফসার-৪৮*, আসগর ৫০, ইব্রাহিম ৮৭; সাকিব ৩/৫৩)
এদিকে বৃষ্টি থামার পর আম্পায়ারদের নির্ধারণ করে দেয়া সময় ৪টা ২০ মিনিট থেকে শুরু হয় খেলা। বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত হবে ম্যাচটি। আজকের দিনের খেলার আগে মাত্র ১৩টি বল হয়।