মহানগর সময়কুপিয়ে-বাসের নিচে ফেলে স্কুলছাত্র রশিদ হত্যা: গ্রেফতার ২
সময় সংবাদ

রংপুরে কুপিয়ে চলন্ত বাসের নিচে ফেলে স্কুলছাত্র রশিদ হত্যা মামলার প্রধান আসামি মোজাফফর ও জয়কে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর র্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমান্ডার রেজা ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশু রশিদ হত্যাকাণ্ডে জড়িত বাবুকে গ্রেফতারের পর, মূল আসামিরা নানা কৌশলে ঘনঘন অবস্থান পরিবর্তন করায় গ্রেফতার প্রক্রিয়া বিলম্বিত হয়।
অভিযানের অংশ হিসেবে গতরাতে নগরীর বদরগঞ্জ বাসস্ট্রান্ড এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় গুলিভর্তি একটি রিভলবার।
বড় ভাই মোহনের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোজাফফরের সঙ্গে গত ২৯ আগস্ট রাতে সালিশ বৈঠক হয়।
সেখান থেকে বাড়ি ফেরার পথে মোহনের ছোট ভাই পঞ্চম শ্রেণির ছাত্র রশিদের উপর সশস্ত্র হামলা করে মোজাফফর ও তার লোকজন। পরে শিশুটিকে চলন্ত বাসের নিচে ফেলে দিয়ে হত্যা করে তারা।