মহানগর সময়প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ
সময় সংবাদ

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। এদিকে, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরলেও প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামে এক নারী মারা গেছেন। গতরাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। নিহতের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। সোমবার তাকে খুলনা মেডিকেল ভর্তি করা হয়। এনিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় মারা গেছেন ১১ জন।
যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাহিদা বেগম নামে এক নারী। তার বাড়ি মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে। গত ৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এ নিয়ে যশোরে মোট ৫ জন মারা গেছেন।
এদিকে, বুধবার সকাল পর্যন্ত জেলায় ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২শ ' ২৪ জন।