আন্তর্জাতিক সময়গরু শুনলেই অনেকে চমকে ওঠেন : মোদি
সময় সংবাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছে 'গরু' শব্দ অনেকের কাছে সমস্যা। তারা এ শব্দটি শুনলেই চমকে ওঠেন। এটা দুর্ভাগ্যজনক। বুধবার (১১ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের মথুরায় এক রোগ প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে এসে এ কথা বলেন তিনি।
এ সময় মোদি বলেন, কিছু মানুষ, যদি তারা গরু এবং ওম-এর মতো শব্দ শোনেন, তাহলে তাদের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবতে থাকেন দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে। পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কি কেউ বলতে পারবেন?
মোদি আরও বলেন, পরিবেশ ও প্রাণিকুল ভারতের অর্থনীতিতে সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা নতুন ও শক্তিশালী ভারতের দিকে এগোতে পারব যদি প্রকৃতি ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমতা বিধান করতে পারি।
এদিনের অনুষ্ঠানে এসে কৃষক, পশু চিকিৎসক ও প্লাস্টিক বর্জ্য বিচ্ছিন্নতাকারীদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি।