বাংলার সময়রাজবাড়ীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
সময় সংবাদ

রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর একটি দোকানে বসে কথা বলছিলেন মৌরাট ইউনিয়ন পরিষদের সদস্য শওকত আলী মণ্ডল। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় মুখোশধারী একদল সন্ত্রাসী। তারা শওকতকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। একপর্যায়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান শওকত।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।