বাণিজ্য সময়পেঁয়াজের দাম বাড়ায় আমদানিকারকদের দায়ী করলেন পাইকাররা
সময় সংবাদ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে হঠাৎ করে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। মানভেদে কেজিতে ৫-৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। পাইকাররা বলেন, গত সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতের একই মাল (পেঁয়াজ) ৩৭ টাকায় কিনেছিলাম আজ ৪০ টাকায় নিতে হচ্ছে। মুকামে যে দাম এখানেও সেই একই দাম। আমরা মাল কিনে সাহস পাচ্ছি না জানান ক্ষুদ্রব্যবসায়ী ও পাইকাররা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় কমেছে পেঁয়াজের আমদানি। এরই প্রভাব পড়েছে দামে। তিনি বলেন, এতদামে বিক্রি হবে কিনা-এর আগে ক্ষতি হলো, এই ভয়ে লোড কম দেয়ায় দাম বেশি হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় কমেছে পেঁয়াজের আমদানি। এরই প্রভাব পড়েছে দামে। তিনি বলেন, এতদামে বিক্রি হবে কিনা-এর আগে ক্ষতি হলো, এই ভয়ে লোড কম দেয়ায় দাম বেশি হয়েছে।
তবে পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য আমদানিকারকদের সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকাররা। হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের প্রথম চার কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক হাজার ৯০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।