পশ্চিমবঙ্গজোরেশোরে পূজার প্রস্তুতি চলছে কলকাতায়
সুব্রত আচার্য

আগামী চার অক্টোবর থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবের আয়োজন চলছে সর্বত্র। বিশেষ কোরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বরাবরের মতো এবারও পূজার প্রস্তুতি চলছে জোরেশোরে।
কলকাতা শহরের নাম শুনলে, চোখের সামনে ভেসে উঠে ট্রাম, ব্রিটিশদের তৈরি করা লাল রংয়ের বাড়ি, রাস্তা কিংবা হাওড়া ব্রিজসহ আরও অনেক কিছু।
এগুলো ছাড়াও দুর্গা পূজা একটা অনবদ্য চেহারা এনে দিয়েছে কল্লোলিনী কলকাতাকে। সারা বছর এই পূজার জন্য তাকিয়ে থাকেন সবাই। তারই প্রস্তুতি চলছে শহরজুড়ে। উত্তর কলকাতার বন্ধুদল ক্লাব এবার ৫৮তম বছরে রাজস্থানের সোনার মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে।
উত্তর কলকাতার আরেক বিগ-বাজেটের পূজা টালা পার্ক প্রত্যয়ের। প্রায় দেড় কোটি টাকা খরচ করে এই মণ্ডপ তৈরি করা হচ্ছে। এছাড়া বেশ আলোচিত পূজা জগৎ মুখার্জি পার্কের আয়োজন।
উত্তর কলকাতায় এবার ছোটবড় প্রায় দেড়শো পূজা মণ্ডপে পূজিত হবেন দশভুজা।