প্রবাসে সময়ইতালিতে তীব্র গরমে বিপাকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা
সময় সংবাদ

ইউরোপের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির এক অনন্য তীর্থভূমি ইতালি। পর্যটন শিল্পের উপর নির্ভর করে বিশ্বের যে ক'টি দেশ এগিয়েছে তার মধ্যে ইতালি অন্যতম। পর্যটন খাত থেকে প্রতি বছর ১৩ হাজার ৬শ' কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে থাকে দেশটি। এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ইতালির অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু তীব্র গরমে চলতি বছর পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায় মন্দাভাব চলছে তাদের।
ইউরোপের গ্রীষ্মকাল প্রবাসীদের জন্য স্বর্ণালী সময় হলেও এবার প্রচণ্ড তাপদাহের কারণে তা ফিকে হয়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় ইতালিতে এবার পর্যটক সংখ্যা কমায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা বলছেন, ৯০ শতাংশ পর্যটনশিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান প্রবাসীদের দখলে থাকলেও বৈরি আবহাওয়ার কারণে এবার খুব একটা সুবিধা করতে পারেননি তারা।
ইতালিতে প্রবাসী এক বাংলাদেশি বলেন, পর্যটন শিল্পে ৯০ শতাংশ ডোমিনেট করতে পারছি, নিকট ভবিষ্যতে আমরা শতভাগে চলে যাবো। এবং বাংলাদেশের রেমিটেন্সে বিশেষ ভূমিকা রাখতে পারবো।
আর ব্যবসায়িক মন্দার প্রভাব পড়েছে রেমিটেন্সেও।
আর ব্যবসায়িক মন্দার প্রভাব পড়েছে রেমিটেন্সেও।
অন্য এক প্রবাসী বলেন, গত বছর আমাদের বিক্রিবাট্টা ভালোই ছিলো। এবছর গরমের কারণে পর্যটকদের আনাগোনা কম।
জাতিসংঘের বিশেষ সংস্থা ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের র্যাংকিংয়ে বিশ্বে পঞ্চম স্থানে ইতালি। ঘুরতে আসা বিদেশি নাগরিকরা মুগ্ধ রোমের সৌন্দর্যে।
চলতি বছর পর্যটক সংখ্যা কমলেও আগামী বছর ভাল ব্যবসার প্রত্যাশা ট্যুরিজম সেক্টরে কাজ করা প্রবাসীদের।