পশ্চিমবঙ্গদুর্গোৎসবে মুখর কলকাতা
সুব্রত আচার্য

শারদীয় দুর্গোৎসবে মুখর কলকাতা। পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন সবাই। প্যান্ডেলগুলোতে নেই তিল ধারণের জায়গা।
কলকাতা আর ভিড় এখন দুটো শব্দ যেন সমার্থক। পূজার এই কদিন লম্বা লাইন; খুব স্বাভাবিক একটা দৃশ্য। কলকাতার সেরা পূজার একটি এই টালাপার্ক প্রত্যায়ের মণ্ডপ।
দর্শনার্থীরা তালিকা করে নিয়েছেন কোন মণ্ডপে গিয়ে প্রতিমা দেখবেন তারা। ১০১ বছরের প্রাচীন বাগবাজারের সার্বজনীনের পূজা। বরাবরের মতো সাবেকি প্রতিমা এবারও। আর ভিড়ও বরাবরের মতোই।
গঙ্গা ঘেঁষা কুমারটুলি। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে এমনকি বিশ্বের বহু দেশেই এই এলাকা থেকে নির্মিত প্রতিমা পূজার জন্য নেয়া হয়- সেই কুমারটুলির পূজাতে ভিড় জানান দিচ্ছে কতটা জনপ্রিয় এই অঞ্চলের দুর্গাপূজা।
জনজোয়ারের এ গতি সপ্তমীর পর থেকে আরও গতিময় হবে- এমটাই প্রত্যাশা সবার।