তথ্য প্রযুক্তির সময়এবার ভুয়া কমেন্টের বট
সময় সংবাদ

ইন্টারনেট জগতের বহুল আলোচিত শব্দ বট। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের র্যাংকিং বাড়াতে বট ব্যবহৃত হলেও বেশিরভাগ প্রযুক্তিবিদই এই উদ্ভাবনকে সমস্যা বলেই আখ্যা দেন। এতদিন শুধুমাত্র ওয়েবসাইটের বট ভিজিটর আলোচনায় আসলেও মাইক্রোসফট এমন এক বট নিয়ে আসছে যেই বট ভুয়া কমেন্টে করবে। মূলত সংবাদমাধ্যমগুলোর জন্যই এমন বট নিয়ে আসা হয়েছে।
ডিপ কমেন্টার নামের তাদের ওই মডেলের সংক্ষিপ্ত নাম ডিপকম। চীনের বিহ্যাং বিশ্ববিদ্যালয় ও মাইক্রোসফটের যৌথ উদ্যোগেই আনা হচ্ছে এই বট। কোনো প্রতিবেদন পড়ার পর ভুয়া কমেন্ট করবে এই বট।
মূলত পাঠক বাড়াতে এবং প্রতিবেদনে সঙ্গে পাঠকের সংশ্লিষ্টতা বাড়ানোর উদ্দেশ্যেই নিয়ে আসা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই বট। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবেদনগুলোতে কমেন্ট করবে এই বট।
বটের কমেন্ট নিয়ে এক উদাহরণও দিয়েছেন গবেষকরা। ফিফা র্যাংকিং নিয়ে এক প্রতিবেদনের উপর ওই বটের করা এক কমেন্ট ছিল অনেকটা এরকম, মূলত ২০১৮ ফুটবল বিশ্বকাপের ওপর ভিত্তি করে এই র্যাংকিং প্রকাশ করা হলেও ইংল্যান্ড অনেকটাই উপরে স্থান করে নিয়েছে, ব্রাজিল কীভাবে তিন নম্বরে আসলো?
ওই বট অন্য একটি কমেন্টে লিখেছে, স্পেন, পর্তুগাল এবং জার্মানিরও উপরে ইংল্যান্ড। বিষয়টি সত্যিই মজার।
গবেষকরা এই বটের ভালো দিকগুলো নিয়ে কথা বললেও এটা ব্যবহারের খারাপ দিকগুলো উল্লেখ করেননি।