তথ্য প্রযুক্তির সময়হোয়াটসঅ্যাপেও গোপন নজরদারি!
সময় সংবাদ

হোয়াটসঅ্যাপ হ্যাকড করে গোপনে নজরদারির অভিযোগে ইসরাইলের এনএসও নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ওয়াশিংটন পোস্ট ও আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত নজরদারি চালিয়েছে প্রতিষ্ঠানটি এমন অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো জেলা আদালতে ১৫ পৃষ্ঠার অভিযোগ দায়ের করে ফেসবুক।
প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সবার ওপর ইন্টারনেটের মাধ্যমে এনএসও নামে ইসরাইলি প্রতিষ্ঠানটি গোয়েন্দাগিরি করত।
হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও খুদেবার্তার মাধ্যমে জনপ্রিয় অ্যাপটি ব্যবহারকারীর মোবাইল ফোন হ্যাকড করে তার যাবতীয় তথ্য পাচার করত।
তেলআবিবভিত্তিক ওই প্রতিষ্ঠানটি খুবই গোপনে ও নিখুঁতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়।