বাণিজ্য সময়‘রাষ্ট্রায়ত্ত মানেই অথর্ব-লোকসানি প্রতিষ্ঠান নয়’
সময় সংবাদ

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মানেই অথর্ব ও লোকসানি প্রতিষ্ঠান হবে এ ধারণা থেকে এখন বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন এসডিজি বিষয়ক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
শনিবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত করপোরেশন ও কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।
কম উৎপাদন, অদক্ষ জনবল, মনিটরিং দুর্বলতা এবং আধুনিকায়নে পিছিয়ে থাকায় সরকারি প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
৩টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে শুদ্ধ চর্চা ও কর্ম কৌশল উপস্থাপন করে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে আয়োজিত কর্মশালায়।