শিক্ষা সময়খুবির ‘এ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ
সময় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।
গত ২ নভেম্বর সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ নভেম্বর থেকে মেধা তালিকা অনুসারে ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের পচ্ছন্দক্রম পূরণ করতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‘এ’ ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের অধীন মোট ১৫টি ডিসিপ্লিন রয়েছে। এ দুইটি স্কুলেই সর্বাধিক সংখ্যক ভর্তি পরীক্ষার্থী ছিল।