শিক্ষা সময়আজও আন্দোলন চলছে জাবিতে
সময় সংবাদ

দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের অপসারণ দাবিতে আজও নানা কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবাদী চিত্রাঙ্কন, বিক্ষোভ মিছিল, সংহতি সমাবেশসহ নানা কর্মসূচি করছেন তারা। শুক্রবার (৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এদিকে উপাচার্যের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রমাণ আজই শিক্ষামন্ত্রী বরাবর পেশ করা হবে বলে জানিয়েছেন তারা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিসির বাসভবনের সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। খালি হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক হল। উপাচার্যবিরোধী দ্বিতীয় দফার এ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম।