মহানগর সময়ঘূর্ণিঝড় বুলবুল: পানি উন্নয়ন মন্ত্রণালয়ে সবার ছুটি বাতিল
সময় সংবাদ

ঘূর্ণিঝড় 'বুলবুল' মোকাবিলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এছাড়া দুর্যোগকালীন সময়ে কর্মকর্তাসহ সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং নিজ নিজ কর্মস্থলে দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করতে নির্দেশ করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দুর্যোগকালীন জন্য ২টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের ফোন নাম্বার +৮৮০১৩১৮২৩৪৫৬ এবং পানি উন্নয়ন বোর্ডে কেন্দ্রীয় কন্ট্রোল রুম নাম্বার ০১৫২৩৫৩৪৩৩।
এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’র শক্তি আরো বেড়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এর প্রভাবে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।