ভাইরালশাহরুখ-সৌরভের সঙ্গে মিথিলা-সৃজিত
সময় সংবাদ

সম্প্রতি জনপ্রিয় তারকা রাফিয়াত রশিদ মিথিলার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পরে ফেসবুকে 'স্ট্যাটাস' দিয়ে নিজের মন্তব্য জানান মিথিলা। এরপর আর এই অভিনেত্রীকে সরাসরি দেখা যায়নি কোথাও।
এবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে মিথিলাকে। কলকাতা উৎসবে শাহরুখের সঙ্গে দেখা হওয়ায় মিথিলা ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। তাদের সঙ্গে আরও ছিলেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। মূলত তিনিই ফেসবুকে ছবিটি শেয়ার দিয়েছেন।
শুধু শাহরুখ খান নয়, সৌরভ গাঙ্গুলির সঙ্গেও মিথিলাকে নিয়ে ছবি শেয়ার করেছেন সৃজিত।
গুঞ্জন রয়েছে, সৃজিত-মিথিলা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। শাহরুখের সঙ্গে তাদের ছবি তোলার সুবাদে তাতে নতুন হাওয়া লাগলো বটে!
শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন শাহরুখ খান। এ সময় মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীসহ অনেকে। অনুষ্ঠানে দর্শকসারিতে ছিলেন মিথিলা।