খেলার সময়বিপ্লবের ক্যাচ মিসের 'সর্বনাশ'
সময় সংবাদ

দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের বিদায়ের পর চাপে পড়া ভারতের হয়ে লড়তে ক্রিজে এসেছিলেন শ্রেয়াস আয়ার। স্কোর বোর্ডে কোন রান যোগ করার আগেই ফেরার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিলো তার। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু স্কয়ার লেগে ফিল্ডিং করা অনিভিজ্ঞ আমিনুল ক্যাচটি তালুবন্দি করতে পারেননি।
এতেই তৃতীয় উইকেট থেকে তখন বঞ্চিত হন শফিউল। ৩৭ রানেই যেখানে ৩ উইকেট থাকার কথা ছিলো সেখানে ৩ উইকেটে ভারতের রান দাঁড়ায় ৯৪ রান; যখন আউট হন ৫২ রান করা লোকেশ রাহুল। রাহুলের বিদায়ের পর বিস্ফোরক শ্রেয়াস জীবন পাওয়ার পুরো সুবিধাই তুলে নেন টাইগার বোলারদের কচুকাটা করে। ইনিংসের শুরুতে নতুন জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় এ তরুণ ব্যাটসম্যান।
১৫তম ওভারে আফিফ হোসেনকে টানা তিন বলে ছক্কা হাঁকিয়ে ২৭ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত সৌম্য সরকারের বলে ফেরার আগে ৫টি ছক্কা ও ৩টি চারে তিনি করে যান ৩৩ বলে ৬২ রান।
এই দুই ইনিংসের ওপর ভিত্তি করেই বড় সংগ্রহ পায় ভারত। শেষ দিকে আরো বেশ কয়েকটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। যাতে স্বাগতিকদের লক্ষ্যটা আরো বড় হয়েছে।
স্কোর:
ভারত ১৭৪/৫ (২০)
রোহিত ২
শিখর ১৯
রাহুল ৫২
শ্রেয়াস ৬২
পান্থ ৬
মনিশ ২২*
শিভম ৯*
ভারত ১৭৪/৫ (২০)
রোহিত ২
শিখর ১৯
রাহুল ৫২
শ্রেয়াস ৬২
পান্থ ৬
মনিশ ২২*
শিভম ৯*
বোলার:
আল আমিন ৪-০-২২-১
শফিউল ৪-১-৩২-২
মোস্তাফিজ ৪-০-৪২-০
আমিনুল ইসলাম ৩-০-২৯-০
সৌম্য সরকার ৪-০-২৯-২
আফিফ হোসেন ১-০-২০-০
আল আমিন ৪-০-২২-১
শফিউল ৪-১-৩২-২
মোস্তাফিজ ৪-০-৪২-০
আমিনুল ইসলাম ৩-০-২৯-০
সৌম্য সরকার ৪-০-২৯-২
আফিফ হোসেন ১-০-২০-০