বাংলার সময়মাদক সংশ্লিষ্টতায় জীবননগর থানার ওসি প্রত্যাহার
সময় সংবাদ

চুয়াডাঙ্গায় মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জীবননগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে ওসি শেখ গনি মিয়াকে জীবননগর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, উপজেলার শাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদ উজ জামান সাইদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে।
এরই পরিপ্রেক্ষিতে মাদক নিয়ন্ত্রণ না করা ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ওসি গণি মিয়াকে প্রত্যাহার করা হয়।