আন্তর্জাতিক সময়সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ৭০
সময় সংবাদ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে দফায় দফায় বোমা বিস্ফোরণে অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭০ জন।
সোমবার প্রদেশটির কুর্দি সংখ্যাগরিষ্ঠ কামিসলি শহরে এ বোমা হামলার ঘটনা ঘটে। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এদিন পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।