আন্তর্জাতিক সময়বুলবুলের ক্ষতিকে কাজে লাগাচ্ছেন তারা!
সময় সংবাদ

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত ভারতের হিঙ্গলগঞ্জে প্রায় তিনদিন ধরে বিদ্যুৎ নেই। তাই স্বাভাবিকভাবেই ওই এলাকার বাসিন্দাদের মোবাইলের চার্জও শেষ। আর এই সুযোগে সেখানে জেনারেটর বসিয়ে মোবাইল চার্জের ব্যবসা শুরু করেছেন কিছু লোক।
প্রতি মোবাইল চার্জের জন্য তারা নিচ্ছেন ২০ রুপি। তব এ বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ওই এলাকার এক বাসিন্দা বলেন, বুলবুলের তাণ্ডবে এলাকার অনেকেই যখন দিশেহারা তখন কেউ কেউ ব্যবসার পথ খুঁজে বের করেছেন। অন্যের ক্ষতিকে কাজে লাগিয়ে যেন তারা নিজেদের পকেট ভারি করছেন।
তবে ভিন্নমতও রয়েছে অনেকের মধ্যে। এমন মতের একজন বলেন, ভাগ্যিস জেনারেটর বসিয়ে চার্জের ব্যবস্থা হয়েছে! নইলে মোবাইল অনই করা যেত না।