মহানগর সময়রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার
সময় সংবাদ

রাজধানীর নারিন্দা এলাকায় চারতলা বাড়ির ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। যুবক আরিফ হোসেন ওই ছাদেই ১০ বছর থাকতেন বলে পুলিশ জানায়। নারায়ণগঞ্জের রুপগঞ্জের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা আরিফ। বাড়ির মালিকের ইট বালি সিমেন্টের দোকানে মানেজার হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, তার পেটে তিনটি ছুরিকাঘাত ও বুকের ভিতর লাঠি ঢোকানো অবস্থায় পাওয়া যায়। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। আরিফের স্ত্রী ইয়াসমিন বাদী হয়ে ওয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।